ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২ , আজকের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

সালথায় ইসলামী ঐক্যজোটের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের উদ্যোগে সোমবার (১৩ জুন) বাদ আছর এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও তার স্ত্রী মা আয়েশা (রা;) কে নিয়ে ভারতীয় বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও তার সহযোগী নবীনকুমার জিন্দাল কর্তৃক অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয় ‌।
উপজেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি  আল্লামা জহুরুল হক এর সভাপতিত্বে ভারতের বিজেপির নেতা কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে সালথা সদর বাজার হতে বাইপাস সড়কে এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন হয়।
এসময় বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মোস্তফা কামাল, মাওলানা কাজী কামরুজ্জামান, মাওলানা ওহিদুজ্জামান, মাওলানা আল-আমীন, হাফেজ জিনাতুল ইসলাম, হাফেজ জিকরুল্লাহ, মাওলানা মিরাজুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান প্রমুখ। এছাড়া ইসলামী ঐক্যজোট ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
তারা এই ঘটনার জন্য নুপুর শর্মা ও তার সহযোগী নবীন কুমার জিন্দালের ফাঁসি দাবি করেন। এবং এই ঘটনার জন্য ভারতকে সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।
এর আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে একাধিক প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে যোগ দেয়।