ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২ , আজকের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

টাঙ্গাইলের নাগরপুরে ইভিএম এ ভোট,  ভোটারের উপস্থিতি বেশী।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার:  অদ্য বুধবার (১৫ জুন ২০২২) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার অন্তর্গত ভাড়রা ইউনিয়নে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
টাঙ্গাইলের নাগরপুরে ১টি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।
সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়সের  ভোটাররা। একে একে তাদের ভোট কেন্দ্রে প্রবেশে সহায়তা করছেন কেন্দ্রের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা।
তরুণ তরুণী থেকে বয়স্ক পুরুষ ও নারীরাও উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করে।
এবারই প্রথম এই এলাকার ভোটারগন নতুন পদ্ধতিতে ভোট দিতে পেরে আনন্দিত এবং সন্তোষ প্রকাশ করে। বেলা বাড়ার সাথে সাথে নারী ভোটারদের সংখ্যা বৃদ্ধি পায়। রিপোর্ট লেখা পর্যন্ত কোনরূপ সহিংসতার খবর পাওয়া যায় নাই।
প্রিজাইডিং অফিসার ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা যায় তারা সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহন করতে পেরে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
এছাড়াও নির্বাচন কমিশনের অনুমোদিত বিভিন্ন সংস্থা, মিডয়া ও সাংবাদিকগন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন পর্যবেক্ষনের দায়িত্বে নিয়োজিত রয়েছে। তারাও নির্বাচন সন্তোষজনক হচ্ছে বলে মন্তব্য করেন।