এম রহমানঃ দৌলতপুরে পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন বেলা ১১ টায় পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের এস এমসি সভাপতি’র স্বাগত বক্তব্যে শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিভিন্ন কমিটি, স্কাউট টিম গঠন, নিয়মিত ক্লাশ মনিটরিং, অভিভাবক সমাবেশ করা, জাতীয় প্রোগ্রাম গুলো যথাযথভাবে পালন করা, শিক্ষার্থীদের সাথে শিক্ষকের দুরত্ব কমানো, সপ্তাহে একদিন ১০ মিনিটের মিটিং, প্রতি দু’সপ্তাহ পর পর পর্যবেক্ষন সভা,প্রতি মাসে ষ্টাফ সভা, এক্সট্রা কারিকুলামের কাজ বাড়ানোর জন্য সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইসাহক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ রাকিবুল ইসলাম, সহঃ প্রধান শিক্ষক মোসাঃ নুরুন্নাহার, সহঃশিক্ষক নাজিম উদ্দিন,জমির উদ্দিন, আলফাজ উদ্দিন, আনোয়ার হোসেন, ফাইজুল ইসলাম,মাহবুবুর রহমান,আরজীনা সুলতানা, মিজানুর রহমান,মফিজুর রহমান, নাসিমা খাতুন, অফিস সহকারী শফিউল ইসলাম ও বিদ্যালয় কমিটির সম্মানিত বিদ্যাউৎসাহী নাসির উদ্দিন, সদস্য আমিনুল ইসলাম আন্টু,রুহুল আমিন,শফিউল ইসলামসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার মিজানুর রহমান জনি প্রমুখ।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ন আলোচনা শেষে প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে যে গঠনমূলক আলোচনা হয়েছে সেগুলো কমিটি ও শিক্ষকদের সমন্বয়ে বাস্তবে রুপদান করার প্রতিশ্রæতি দেন।