ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২ , আজকের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

আলাইপুর সীমান্তে ৯১০ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি   

হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহীঃরাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল আটক করেছে।আলাইপুর  বিওপির নায়েক সুবেদার মোঃ আলমগীর হোসাইন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে রবিবার দুপুর ২টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে মানিকের চর নামক স্থান দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় লালপুর দিকে যাচ্ছিল।পরে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়।সেখান থেকে বিজিবি টহল দল ৯১০ বোতল ভারতীয় ফেন্সিডিল,একটি ইঞ্জিন চালিত নৌকা ও ৫ ফিট দৈর্ঘ্য একটি হাসুয়া জব্দ করে। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য ৫ লক্ষ ৬৫ হাজার ৫৬০ টাকা।
আলাইপুর (১বিজিবি) নায়েক সুবেদার আলমগীর হোসাইন জানান, জব্দকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে