ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২০ জুন, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পিতৃঋণ

সেলিনা আখতার
শুচিশুভ্র পাখির পালকের মতো
তোমার মমতা জড়িয়ে আছে
বাবা, আমার শরীর।
ঝরা পাতার মতো মাটিতে
লুটিয়ে পড়েনা এ মমতার পেখম।
দিনে দিনে জমা হয়
গাঢ় থেকে গাঢ় হয়
মমতার স্তর।
এ স্তর ভেদ করে
জেগে উঠে নতুন অঙ্কুর।
অঙ্কুর শাখা মেলে পত্রপল্লবে,
মুকুলের সৌরভে
ভারি থেকে ভারি হতে থাকে
মমতার ঋণ।
আজীবন ঋণী হয়ে আছি বাবা
তোমার স্নেহ ভালোবাসার বন্ধনে।
তবুও মাঝে মাঝে
ভাবনারা প্রশ্ন তোলে
বাবার কাছে ভালোবাসার
কতটুকু দেনা?
ঠিক তখনি মমতার অনুভূতি
সুর তুলে কথা বলে,
এ দেনার কি কোন পরিমাপ হয়?
করোটির ভেতরে মন ও মগজে
কুয়াশার মত জমতে জমতে
স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়
স্মৃতির আনাগোনা।