ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

দৌলতপুরে স্কুল ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগে দপ্তরী গ্রেফতার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ দৌলতপুরে পঞ্চম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগে যুবককে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউপি-র গরুড়া মিস্ত্রিপাড়ার মাদার মন্ডলের ছেলে উবাইদুর রহমান খোকন (৩৫)। উবাইদুর রহমান খোকন প্রাগপুর ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী পদে ২০১৩ সাল থেকে চাকুরি করে আসছে। ঔ স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্রীর স্পর্শকাতর স্থানে স্পর্শ করেছে গত বৃহস্পতিবার স্কুল চলাকালীন সময়ে। স্কুল ছাত্রী স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি খুলে বলে। শুক্রবার স্কুল বন্ধ থাকার কারনে শনিবার ঔ স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানান। শনিবার দুপুরে প্রাগপুর ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে উবাইদুর রহমান খোকন-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। প্রাগপুর ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাব ইদ্দীন বলেন মেয়েটির মা আমাকে মোবাইলে ঘটনাটি অবগত করান। ইতি পুর্বে উবাইদুর রহমান খোকন এ ধরনের ঘটনা দু’বার ঘটিয়েছে আমার স্কুলে। স্থানিয় ইউপি চেয়ারম্যান, মেম্বর ও স্কুল কমিটির সদস্যদের উপস্থিতিতে দু’টি ঘটনার সমাধান করে দেয়া হয়েছিলো। পরবর্তিতে গত বৃহস্পতিবার পুনর্য়া এধরনের ঘটনা ঘটায়। স্থানিয়রা জানান, পুর্বে এধরনের ঘটনা দু’বার ঘটিয়েছিলো তার সমাধান স্থানিয় চেয়ারম্যান করেছে, বারবার এধরনের ঘটনা ঘটাবে আর চেয়ারম্যান এর সমাধান করবে এটা কোন স্থায়ী সমাধান না। উপযুক্ত শাস্তির দাবি জানান এলাবাসি। স্কুল ছাত্রির বাবা জানান, গত বৃহস্পতিবার স্কুল চলাকালীন সময়ে আমার মেয়ের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে গরুড়া মিস্ত্রিপাড়ার মাদার মন্ডলের ছেলে উবাইদুর রহমান খোকন, সে প্রাগপুর ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী। শনিবার প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানানো হলে স্থানিয় চেয়ারম্যান , স্কুল কমিটির সভাপতির উপস্থিতিতে মিমাংশার চেষ্টা করলে আমি কোন সমাধানে নাগিয়ে পুলিশের আশ্রয় নিই। দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জাবিদ হাসান জানান, প্রাগপুর ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্রীর স্পর্শকাতর স্থানে স্পর্শ করার অভিযোগে শনিবার দুপুরে উবাইদুর রহমান খোকন নামে এক যুবককে গ্রেফতার করেছি। মামলা প্রক্রিয়াধীন আছে।