ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

স্কুলগামী কিশোরিদের সচেতনতামূলক প্রশিক্ষন

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

“উন্নত পল্লী উন্নত দেশ
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ”
“করলে সঞ্চায় ২০০টাকা সরকার দেবে ৪০০ টাকা”
এই প্রতিপাদ্যকে নিয়ে সকাল ১১ টায় পটুয়াখালী দশমিনা উপজেলায় বশিঁবাড়ীয়া ইউনিয়নের গছানী মাধ্যমিক বিদ্যালয় স্কুলগামী কিশোরিদের সচেতনতামূলক প্রশিক্ষনের আযোজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি),দশমিনা, পটুয়াখালী। প্রধার অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মহিউদ্দিন আল আল হেলাল। বিশেষ অতিথি হিসাবে

উপস্থিত ছিলেন, সহকারি পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) দমমিনা, পটুয়াখারী মোঃ নেছার উদ্দিন,

গছানী মাধ্যমিক বিদ্যালয়েরপ্রধান শিক্ষক খবিরুল বশার রিন্টু সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
বিদ্যালয়ের ১শত শিক্ষার্থীদের নিয়ে একটি সমিতি করা হয় এ সমিতির মাধ্যমে স্কুলগামী শিক্ষার্থদের জীবনের লক্ষ্য নির্ধানের সঞ্চায়ী হাবার পরামর্শ দেয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএরডিবি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।