ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

দৌলতপুরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ছাত্রলীগের আনন্দ মিছিল

দৌলতপুর প্রতিনিধি : স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর নির্দেশে ছাত্রলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন শনিবার বিকেলে জেলা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রাজ আহমেদ বাদশাহর সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ্ বিন জোহানী তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আনিচুর রহমান সাগর। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আমান উল্লাহ্ আমান, মাহাফুজ হোসেন, নান্টু মিয়া, সোহাগ, নাঈম সহ প্রায় ২০০ জন ছাত্রলীগের নেতা কর্মি। বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আজ স্বপ্নের পদ্মাসেতু উদ্ধোধন করেছেন। তিনি দেশ ও জনগণের কল্যাণে দিন রাত কাজ করে যাচ্ছেন। আগামি নির্বাচনে নৌকা মার্কাতে জনগণের ভোট প্রত্যাশা করেন বক্তারা।