ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিউজ বাংলা ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে ৪৭৫ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চরসাদীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে একই এলাকার মুনসুর উদ্দিন দফাদারের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক দল উপজেলার ফিলিপনগর ইউপি’র চরসাদীপুর গ্রামের অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব।