ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চোলাইমদ সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

নিউজ বাংলা ডেস্কঃ কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুষ্টিয়া পৌরসভাস্থ আড়ুয়া পাড়া এলাকার নাজমা খাতুন(৫০) এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলার আড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে একই এলাকার মৃত মিন্টু শেখের স্ত্রী।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক দল উপজেলার আড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ (পয়ত্রিশ)লিটার চোলাইমদসহ, মাদককারবারি নাজমা খাতুনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করেছে র‌্যাব।