ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

দশমিনায় ফল মেলা অনুষ্ঠিত। 

মোঃবেল্লাল হোসেন 
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 
পটুয়াখালী দশমিনায় মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে ফল মেলার আয়োজন করা হয়।
 উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো জাফর আহমেদ, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী কালাম, বিআরডিবি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ানে কর্তব্য রত কৃষি সম্প্রসারন কর্মকর্তা গন।
স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা বলে, ” বছর ব্যাপী ফল চাষে-অর্থ পুষ্টি দুই-ই মেলে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ফল মেলার আয়োজন করা হয়। উপজেলা ফল চাষে একাধিক কৃষক ইতমধ্যে স্বর্নপদকে ভূষিত হয়েছেন, এখানে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে ফলে আগের তুলনায় ফল চাষে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন কৃষি পন্যে কৃষকগন উৎপাদনে মনোযোগী।  উপজেলা কৃষি অফিস সার্বক্ষনিক কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছেন।
পরে মেলায় আসা কৃষকদের উৎপাদিত পন্য সভাপতি, প্রধান অতিথি সহ সকলে পরিদর্শন করেন।