ফরিদ আহমেদঃ কুষ্টিয়ার সদর থানার চেচুয়া গ্রামে ৬৩ বোতল ফেনসিডিলসহ মোখলেছুর রহমান(৪২) ও মোলাম হোসেন (৩৭)নামের দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার (২৯ জুন) দুপুর ২.৩০ টায় কুষ্টিয়া সদর উপজেলার চেচুয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মোখলেছুর রহমান(৪২) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হানিফ আলীর ছেলে এবং অপরজন মোলাম হোসেন একই এলাকার জিন্নাত আলীর ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভার চেঁচুয়া গ্রামে অভিযান চালিয়ে ৬৩ বোতল ফেনসিডিল ১টি মোটর ১টি ইজিবাইকসহ মাদক কারবারি দু’জনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করেছে র্যাব।
Print [1]