ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ভেড়ামারায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই ও বোনজামাইয়ের বিরুদ্ধে মিথ্যা ডাকাতির অভিযোগ

 

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই ভাইয়ের ছেলে ও বোনজামায়ের বিরুদ্ধে মিথ্যা ডাকাতির অভিযোগ সাজিয়ে থানায় মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে কালু নামের এক ব্যক্তি। উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সরজমিনে তদন্তের জন্য সংবাদকর্মীরা পাটুয়াকান্দি গ্রামে গেলে স্থানীয়রা জানায়, কালু তার আপন বোন রেজিয়া খাতুনের জমিতে জোর করে বিল্ডিং বাড়ি উঠাচ্ছে। বাড়ি তৈরির কাজে বাধা দিলে কালু ও তার বাড়ির লোকজন রেজিয়ার স্বামী জালেপ মন্ডল ও তার ছেলে রবিনকে মারধর করে এবং কালু তার বউকে আহত সাজিয়ে হাসপাতালে ভর্তি করে। এতেও ক্ষান্ত হয়নি কালু গত বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে ডাকাতি হয়েছে বোলে নাটক সাজিয়ে তার আপন ভাই রাজ্জাক, ভাইয়ের ছেলে লিজল, ভগ্নিপতি জালেপ ও ভাগ্নি রবিন ও যতনকে আসামি করে ভেড়ামারা থানায় মিথ্যা ডাকাতির অভিযোগ দায়ের করেছে। সাজানো এই ডাকাতির ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই গ্রামের বাসিন্দারা।
এ বিষয়ে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক এস আই বাসার জানান, এরকম একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।