ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী বাপ্পি আটক।

হেলাল মজুমদারঃ কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের পূর্ব মজমপুর এলাকার রেললাইনের ধারে ইসহাকের পুত্র বাপ্পির নিজ বাসভবনে শনিবার সন্ধ্যা ৭ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে এই মাদক ব্যবসায়ী আটক হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযানটি পরিচালনা করেন। সে সময় বাপ্পির বাড়ি থেকে ৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া শাখা।

এ সময় দক্ষতার সাথে অভিযানটি পরিচালনা করেন সাব ইন্সপেক্টর শেখ আবুল কাশেম, সাব ইন্সপেক্টর জি এম হাফিজুর রহমান, অতিরিক্ত সাব-ইন্সপেক্টর মোঃ হোসেন আলী সহ আরো অনেকে। পরিদর্শক বেলাল হোসেন বলেন মাদক দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায় একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদক নির্মূলের বিকল্প নেই। আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্স। সুন্দর দেশ ও জাতি গঠনে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। একটি পরিবার কে ধ্বংসের জন্য একজন মাদক সেবন কারি যথেষ্ট। তাই আমাদেরকে তথ্য দিন সুন্দর দেশ ও জাতি গঠনে সহযোগিতায় আপনারা এগিয়ে আসুন