দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজ মা জুলি খাতুন (২৮) ও তার সন্তান জান্নাতি খাতুন (৯) নিখোঁজ হওয়ার এক মাস পার হলেও তাদের খোঁজ বা সন্ধান মেলেনি। এতে চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে তাদের পরিবারের লোকজন।
জুলি খাতুন তার মেয়ে জান্নাতি খাতুনকে সঙ্গে নিয়ে গত ১লা জুন ২০২২ দুপুরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি দৌলতপুর উপজেলা পূর্বপাড়া গ্রামের আব্দুল জলিলের বাড়ি আসার পথে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় জিডি করা হলেও অদ্যাবধি নিখোঁজ মা ও মেয়ের সন্ধান মিলাতে বা উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে উভয় পরিবার চরম উদ্বেগ উৎকন্ঠা ও অসহায় অবস্থার মধ্যে রয়েছে।
নিখোঁজ জুলি খাতুনের বাবা আব্দুল জলিল ও মা রেনু খাতুন রোববার সন্ধ্যায় জানান, প্রায় ১০ বছর পূর্বে তাদের মেয়ে জুলি খাতুনের বিয়ে হয় পার্শ্ববতী মেহেরেপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামের আয়ুব হোসেনের ছেলে আজাদ আলীর সাথে। বিয়ের পর আজাদ আলী ও তার স্ত্রী জুলি খাতুনের সংসারে জন্ম নেয় মেয়ে জান্নাতি খাতুন। বর্তমানে তার বয়স ৯বছর। বিয়ের পর জান্নাতি খাতুনের স্বামী আজাদ আলী বিদেশ চলে যায়। কন্যা সন্তানকে নিয়ে স্বামী ও শ্বশুর বাড়ীতে স্বাভাবিকভাবে বসবাস করছিল জান্নাতি খাতুন।
গত ১লা জুন দুপুর ১২টার দিকে শ্বশুরবাড়ী করমদী গ্রাম থেকে দৌলতপুরে আমাদের বাড়ী (আব্দুল জলিল) আসার পথে জুলি খাতুন ও তার মেয়ে জান্নাতি খাতুন নিখোঁজ হয়। মা ও মেয়ে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে উভয় পরিবার সম্ভাব্য বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজ-খবর নেয়। কিন্তু তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে ৪ জুন গাংনী থানায় একটি জিডি করা হয় যার নং ১৬৪। সন্তান হারা পিতার আকুতি কোন সহৃয়বান ব্যক্তি জুলি খাতুন ও জান্নাতি খাতুনের সন্ধান পান তা’হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের বিশেষ অনুরোধ জানিয়েছেন। একইসাথে পুলিশকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহŸান জানিয়েছেন তিনি।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক
,
আপলোডের সময় :
সোমবার, ৪ জুলাই, ২০২২ ,
আজকের সময় :
মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
দৌলতপুরে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি মা-মেয়ের
Print [1]