ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২ , আজকের সময় : সোমবার, ৬ মে, ২০২৪

বাঘায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহীঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,,বাঘা উপজেলা কতৃক ২০২১-২২ অর্থবছরে খরিপ-২/২০২২-২৩ মৌসুমে রোপা আমন  উৎপাদন বৃদ্ধির নিমিত্ত বাঘা উপজেলার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের  মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার  বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, বাংলাদেশ আওয়ামী লীগ বাঘা উপজেলার সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল্লাহ সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোকাদ্দেস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ইমরান আলী, উপজেলা সমাজসেবা অফিসার নাফিস শাহরিয়ারসহ প্রমূখ।
উক্ত প্রণোদনা কর্মসূচির আওতায়  প্রত্যেককে ০৫ কেজি উফসী রোপা আমন বীজ, ১০ কেজি ডিএপি, ১০ এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।