ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২ , আজকের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

দৌলতপুরে মানিকদিয়াড় গোরস্থান ঈদগাহ মাঠে শান্তিপুর্ন পরিবেশে ঈদুল আযহার জামাত সম্পন্ন

মুসলিম জাহানের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার জামাত দৌলতপুর মানিকদিয়াড় গোরস্থান ঈদগাহ মাঠে আজ রোববার সকাল ৮ টায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই ঈদের জামাতে নানান শ্রেনীপেশার হাজারো মুসল্লি অংশ নেন।

মানিকদিয়াড় গোরস্থান ঈদগাহ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওমর আলী ডেইলি নিউজ বাংলাকে জানান, এবারই প্রথম দৌলতপুর মানিকদিয়াড় গোরস্থান ঈদগাহ মাঠে ঈদের জামাত হচ্ছে তাই ঈদগাহ মাঠ সুসজ্জিত করতে তোরণ নির্মান, মুসল্লিরা যাতে রোদে কষ্ট না পাই সে জন্যে পুরো মাঠ ডেকোরেশন করা হয়েছে। মুসল্লিরা মনোরম পরিবেশে শান্তিপূর্ন ভাবে ঈদের জামাত সম্পন্ন করেছে। তিনি উপজেলার সকল স্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানান।

এছাড়া উপজেলার তিন শতাধিকেরও বেশি ঈদগাহে এবং মসজিদে সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে আট টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দৌলতপুর মানিকদিয়াড় গোরস্থান ঈদগাহের জামাতে মহান আল্লাহ বাব্বুল আলামিনের দরবারে দেশ ও বিশ্ববাসীর জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসুল্লিরা একে-অপরের বুকে টেনে কোলাকুলি করেন।