রাজশাহী ব্যুরোঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
১২ জুলাই (ঈদের তৃতীয় দিন) মঙ্গলবার দুপুরে মেয়র মহোদয়ের সাথে এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ সময় মেয়রপত্নী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, আরএমপি কমিশনারের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দুই পরিবারের সদস্যরা একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।