ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

দশমিনায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

 

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী দশমিনা উপজেলায় বুধবার বিকেলে কৃষি অফিস হল রুমে কৃষকদের মাঝে ২০২১-২২ অর্থ বছেরে খরিপ-২মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওয়াতায় উপশী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে বীজ ও সার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএও) মো.মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নহার খান ডলি সহ উপকারভোগি কৃষক গন।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, উপজেলায় ৬৫০ জন কৃষককে ৫ কেজি ধান ও ২০ কেজি রাসয়নিক সার বিনামূল্যে বিতরন করা হয়। এতে করে উপজেলায় ধান চাষে কৃষকদের বেশি ফলনে উৎসাহিত করবে।