ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আমান উল্লাহ আমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রবিবার (১৭ জুলাই) বিকেলে ইউনিয়নের পাকুল্লা মুরাদ নগর হাটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছিলিমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, সদস্য এ্যাডভোকেট আব্দুর রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেক আলী, সাবেক চেয়ারম্যান হাসমত আলী, ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা তোরাপ আলী,সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হযরত আলী, শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন সরকার, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ ফরিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম খসরু, আহত আমান উল্লাহ আমানের ছোট ভাই ডাক্তার হাসমত আলী ও মনিরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুজায়েত হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম নুরুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ৫শতাধিক ইউনিয়নবাসী অংশ নেয়। প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনবে ঘিরে নৌকা এবং চশমা প্রতিকের সমর্থকদের মধ্যে সংঘাতের সূত্রপাতের অংশ হিসেবে গত বৃহস্পতিবার দুপুরে পাকুল্লা বাজারে নৌকার সমর্থনকারী বীরমুক্তিযোদ্ধা আমান উল্লাহর উপর হামলা করে প্রতিপক্ষরা। পরে আমানউল্লাহ ছেলে মনির মিয়া বাদি হয়ে ওই রাতেই মামলা দায়ের করেন। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া।
বক্তরা মুক্তিযোদ্ধা আমান উল্লাহর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।