ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

দশমিনা উপজেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

মোঃবেল্লাল হোসেন 
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি  ” নিরাপদ মাছে  ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে
পটুয়াখালী দশমিনা উপজেলায় মৎস্য  কর্মকর্তার কার্যালয়, দশমিনা, পটুয়াখালীর আয়োজনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এর  সভাপতিত্বে উপজেলা কনফারেন্স হল রুমে সকাল ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২  উপলক্ষে উপজেলা কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুল আলম তালুকদার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম,  উপজেলা নৌ পুলিশ ফারি ইনচার্জ মোঃ আনিচুর রহমান,  উপজেলা মৎস্য মেরিন ফিসারিস অফিসার মো. নাজমুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন বেগম সহ মৎস্য চাষি, মৎস্যজীবী, শিক্ষক,সংবাদকর্মী।
সভাপতি তার বক্তব্যে সভায় অবহিত করেন ২৩-২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ সরকারি নির্দেশনা অনুযায়ী পালন করা হবে বলে জানান।