ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

ভূমিহীন ও গৃহহীনমুক্ত  সিদ্ধান্ত হওয়ায় দশমিনায় মতবিনিময় ও প্রেস ব্রিফিং

মোঃবেল্লাল হোসেন 

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালী দশমিনা উপজেলায়( ক শ্রেনী) ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করার সিদ্ধান্ত নেয়ায় ১৯ জুলাই মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা কনফারেন্স হল রুমে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল ।
প্রেস ব্রিফিং এ বলেন, ২১ এপ্রিল পটুয়াখলী  জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কমাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এস এসম শাহজাদা,পটুয়াখালী ০৩ এর উপস্থিতিতে দশমিনা উপজেলা (ক-শ্রেনী) ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি আরো বলেন  বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এর নির্দেশ বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওয়াতায় গৃহহীন ও ভূমিহীন ( ক-শ্রেনী) পরিবারকে জমিসহ গৃহ প্রদানের চলমান কার্যক্রমের অংশ হিসাবে পটুয়াকালী জেলার দশমিনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন করা যায় মর্মে জেলা প্রশাসক মহোদয় প্রস্তাব প্রেরন করেছেন।স মোতাবেক দশমিনা উপজেলা সহ অন্যান্য জেলার মোট ৫২ টি উপজেলাকে এ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করার বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়।আগামী ২১ জুলায় মাননীয়প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঘোষনা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো জাফর আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো শরিফুল ইসলাম, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কালাম, সহ-সভাপতি হাবিবুর রহমান মুন্সি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ ইব্রাহিম অরবিল, বিভিন্ন ইউনিয় পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সংবাদকর্মী গন।