ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সালথায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৯৮টি গৃহহীন পরিবার 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া এবারে ফরিদপুরের সালথায় আশ্রয়ন (২) প্রকল্প হতে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে (ক) শ্রেণী ভুক্ত উপজেলার ৮টি ইউনিয়নের ৯৮টি গৃহহীন ও ভূমিহীন উপকারভোগীদের মাঝে জমির দলিল ও নির্মিত ঘর হস্তান্তরের শুভ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সারা দেশের সাথে ২৬ হাজার ২শত ২৯টি ঘরের মধ্যে সালথায় ৯৮টি ঘর সরাসরি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ গৃহ প্রদান করেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে একটি পরিবার ও গৃহহীন থাকবে না।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোসাঃ তাসলিমা আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যদুনন্দী ইউপি চেয়ারম্যান, রফিকুল ইসলাম মোল্লা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফসার উদ্দিন আহমেদ, সোনাপুর ইউপি চেয়ারম্যান, খায়েরুজ্জামান বাবু, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান সোহাগ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘর পেয়ে যদুনন্দী ইউনিয়নের বড় খরদিয়া গ্রামের পদ্ম খাতুন বলেন, আমাদের ঘর ছিলনা ঘর পাইছি এজন্য হাসিনাকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের মতো অসহায় সম্বলহীন পরিবারগুলোর পাশে দাঁড়িছেন। এখন আর অন্যের বাড়িতে রাত কাটাতে হবেনা। এখন নিজের বাড়িতেই শান্তিতে ঘুমোতে পারব। কথা হয় গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের প্রতিবন্ধী শেখ লিটনসহ আরো অনেকের সাথে। তারাও ঘর পেয়ে অনেক খুশি। তারা বলেন, অনেক কিছু সাহায্য পাইছি, কিন্তু টাকা পয়সা ছাড়া সরকার থেকে ঘর পাব এমন আশা কখনও করিনী। এজন্য আল্লাহর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।
এসময় ৯৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে। প্রত্যেকের নামে ২ শতাংশ করে খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি ঘর নির্মাণ করতে ব্যয় হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫০০শত টাকা। পাকা ২টি শয়ন কক্ষ, ১টি রান্না ঘর, বাথরুম ও বারান্দাসহ রঙিন টিনের ছাউনিসহ ঘর নির্মাণ করা হয়েছে।