মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী দশমিনা উপজেলাকে(ক-শ্রেনী) গৃহহীন ও ভুমিহীন পরিবারমুক্ত ঘোষনা করা হয়েছে।
গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ২১ জুলাই সকাল ৯ টায় মাননীয় প্রধানমন্ত্রী ২৬,২২৯ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ভুমী ও গৃহ হস্তান্তর উদ্ধেধন করেন। তিনি দশমিনা উপজেলা কে (ক-শ্রেনী) ভূমীহীন ও গৃহহীমুক্ত ঘোষনা করেন।
গনভবন থেকে ভিডিও কনফারেন্স দশমিনা উপজেলায় যুক্ত ছিলেন পটুয়ায়াখালী জেলা প্রশাষক মোহাম্মাদ কামাল হেসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুরন্নাহার খান ডলি, কৃষি কর্মকর্তা মোঃ জাফর আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমেহেদী হাসানসহ বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্ত, গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, কাপ, বয়স্কাউট ও গর্লস গাইড, (কÑশ্রেনী) উপকারভোগী পরিবার।
মাননীয় প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের শেষে পটুয়াখালী জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( জমি নাই জমি দিয়েছেন এবং ঘর দিয়েছেল) যে কাজ করেছেন বিশে^র ইতিহাসে এমন আছে কিনা তা জানিনা । তাই আমাদের কৃঞ্জতা প্রকাাশ করা উচিতৎ। আপনাদের ঘর গুলো সাজিয়ে গুছিয়ে নিজেদের মতো করে রাখবেন। পরবর্তীতে খ-শ্রেনী ভূক্ত পরিবারকে( জড়জীর্ন) ঘর নির্মানের পরিকল্পনা বাস্তবায়ন করার হবে।