ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কবিতা #ভাল্লাগেনা

রচনাঃ মাহমুদ সুজন

আমার আর ভাল্লাগেনা
বৃষ্টি ছুঁয়ে দেখতে
আগের মত পূব আকাশে
আবেশ জাগানিয়া সাঁঝ
লাল আভাও দেখতে।
আমার আর ভাল্লাগেনা
বাতাসের আগে
শিমুল তুলার ওড়া কিংবা
রঙের আগুন লাগানো
কৃষ্ণচুড়াও দেখতে।
আমার আর ভাল্লাগেনা
যত্ন করে বাঁধা
কালো চুলের বেনি কিংবা
ঘুটঘুটে অন্ধকারে
জোনাকিও দেখতে।
আমার আর ভাল্লাগেনা
জানালার ফাঁকে
উঁকি মারা রৌদ্র কিংবা
গভীর নিশিথে
চাঁদনির রুপ দেখতে।