ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ , আজকের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

শার্শায় তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন।

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ ২০২০ শার্শা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ শার্শা উপজেলা শাখার আয়োজনে নাভারণ ডিগ্রী কলেজ হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নাভারণ ডিগ্রী কলেজের অফিস সহকারী আসাদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের যশোর জেলার কেন্দ্রী সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজ ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী পরিষদের ঝিকরগাছা উপজেলা সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সহ অনেকে। পরে শহিদুল্লাহকে সভাপতি, আসাদুর রহমানকে সাধারন সম্পাদক ও আজিজুরকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ শার্শা উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।