ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

দশমিনায় চাঁদাবাজি মামলায় দুই শ্রমিক জেল হাজতে

 

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলায় জমি দখল করে ঘর নির্মানকে কন্দ্রে করে ভাইগনার মামার বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় ইমারত শ্রমিক ইউনিয়ন(ইনসাফ) এর দুই শ্রমিক জেলহাজতে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার তালকুদার বাড়ির মোঃ সাইফুর রহমান(৬৩) (ভাইগনা) এবং মোঃ এনামুল করিম চৌধুরির(৬০)(মামা) মধ্যে দীর্ঘদিন পরিবারিক ভাবে জামি জমা ভাগ ভাটোয়াটা নিয়ে বিরোধ। গত ২৬ জুলাই বুধবার সকালে দশমিনা বাজারে মোঃ এনামুল করিম চৌধুরি(মামা) এক শতাংশ জমিতে ঘর নির্মান করতে গেলে মোঃ সাইফুর রহমান (ভাইগনা) বাঁধা দেয়। ভাইগনা বাঁধাদান উপেক্ষা করে মামা দোকন ঘর নির্মান করলে ভাইগনা মামাকে সহ তিন জনের বিরুদ্ধে দশমিনা থানায় চাঁদাবাজি মামলা এজাহার দায়ের করে। গত সোমবার ১লা আগষ্ট রাত ১০ টার সময় দশমিনা থানার এ এসআই মোঃ সহিরুল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ইমারত শ্রমিক ইউনিয়ন (ইনসাফ) এর সদস্য মোঃ ইব্রাহীম(৪০), মোঃ পলাশ(৪০) কে নিজ ঘর থেকে গ্রেফতার করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, মামা অবৈধ ভাবে বাজারে ভাইগনার জমিতে ঘর তুলতে যায় এবং চাঁদা দাবি করে। ভাইগনা মোঃ সাইফুর রহমান চাঁদাবাজি মামলা দায়ের করলে প্রাথমিক ভাবে প্রমান পওয়ায় মোঃ এনায়েত করিম চৌধুরি সহ তিন জনের বিরুদ্ধ চাঁদাবাজি মামলা রুজু করা হয় এবং দুই জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়। বিঞ্জ আদালতে ০২ আগস্ট সোপর্দ করা হলে মহামান্য আদালত দুইজনকে জেল হাজতে প্রেরন করেন।