ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার  মরিচা ইউপির বৈরাগীরচর গ্রামের নিচে পদ্মা নদীতে গোসল করতে নেমে  এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পরিবার সুত্রে জানা যায়, উপজেলার  মরিচা ইউপির বৈরাগীরচর ছামছের তলা গ্রামের তোফাজ্জেল প্রামানিকের কনিষ্ঠ পুত্র রনি হোসেন (১৪) সোমবার দুপুর ১ টা ৩০ মিঃ ৪/৫ জন বন্ধ মিলে পদ্মা নদীতে গোসল করতে নেমে রনি তীব্র স্রোতে ভেসে যায়। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে রনিকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করে।

তার লাশ মঙ্গলবার সকাল ১০ টাই বৈরাগীরচর মধ্য পাড়া গোরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানানো হয়। সে এবারে ফিলিপ নগর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ সালের এস,এস,সি পরিক্ষার্থী ছিল বলে জানা গেছে।