ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

ভেড়ামারায় দফাদার পেট্রোল পাম্পে বিস্ফোরণে নিহত-২ ॥ আহত-৩

হেলাল মজুমদার ভেড়ামারাঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এ সময়ে আগুনে দগ্ধদের ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দুজন নিহত হয়েছেন, দগ্ধ হয়ে ৩ জন আহত হয়েছেন । নিহতদের মধ্যে ১ জনের নাম পরিচয় পাওয়া গেছে। সে দৌলতপুর উপজেলার দিঘলকান্দি এলাকার সাজ্জাদের ছেলে সাহাজুল (৩০)। অপর ১জন নিহতের পরিচয় এখন পর্ষন্ত পাওয়া যায়নি।

দফাদার ফিলিং স্টেশনের আগুন এখন নিয়ন্ত্রনে।