ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ , আজকের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ক্রেতা সেজে কাঁচা বাজারে অভিযান


আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে পিয়াজের মূল্য বৃদ্ধির তদারকি করতে ক্রেতা সেজে বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদরের কাঁচা বাজারে ক্রেতা সেজে পিয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য যাচাই ও উর্দ্ধগতি ঠেকাতে সাপাহার থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন তিনি।

এসময় অতিরিক্ত মূল্যে পিয়াজ বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে সরকারি মার্কেটের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন এর নের্তৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত। এসময়ে সাপাহার থানার এসআই নুর ইসলাম সঙ্গীয় ফোর্স সহ, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, রিপোর্টার্স ফোরাম সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংবাদিক সোহেল চৌধুরী রানা ও উপজেলা ভূমি অফিসের নাজির মেহেদী হাসান উপস্থিত ছিলেন।