ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে গৃহবধুর আত্মহত্যা

 মানজারুল ইসলাম খোকনঃ দৌলতপুর ধর্মদহ গ্রামে ফুপার বাড়ীতে তামান্না (৩০) নামে সেনাসদস্যের স্ত্রীর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
তামান্না দৌলতপুরের চর সাদীপুর গ্রামের সেণাসদস্য সরওয়ার এর স্ত্রী। এলাকাবাসি জানায় তামান্না দীর্ঘদিন যাবৎ দৌলতপুরের চর সাদীপুর গ্রামের আবুল হাশেম সরদারের ছেলে পল্লিচিকিৎসক ফজলু সরদারের সাথে পরকিয়ায় আশক্ত হয়। গত প্রায় চারমাস আগে পল্লিচিকিৎসক ফজলু সরদারকে গোপনে বিয়ে করে । গত শুক্রবার তামান্না উপজেলার ধর্মদহ গ্রামে ফুপা আব্দুর রশিদের বাড়ীতে রাগ করে চলে আসে। গত শনিবার বিকেলে তামান্নার পরিবারের লোকজন মোটরসাইকেল যোগে তামান্নার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে আহত হয়। ঐ এলাকায় প্রাথমিক চিকিৎসা শেষে আবার ফুপার বাড়ীতে নিয়ে আশে তামান্নাকে। রবিবার ভোর আনুমানিক ৪টার সময় টিনের ঘরের আড়ার সাথে তার ব্যাবহৃত ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানান তার পরিবারের লোকজন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান বলেন, গৃহবধুর আত্মহত্যার ঘটনা আমরা শুনেছি, সেনাসদস্যকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করেছিলেন তামান্না, তামান্নার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, কেনো আত্মহত্যা করেছে এবিষয়ে ক্ষতিয়ে দেখে আইনানুক ব্যাবস্থা নেয়া হবে বলে জানা এই কর্মকর্তা।