ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

২১ আগস্ট গ্রেনেড হামালায় নিহত মামুন মৃধার সমাধিতে শ্রদ্ধান্জলি

 

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

২১ আগস্ট গ্রেনেড হামলায় উপজেলার আলীপুর ইউনিয়নের মতিউর রহমানে মৃধার ছেলে মোঃ মামুন মৃধা নিহত হয়।
উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত মামুন মৃধার স্মরনে দিনব্যাপি কর্মসূচি পালন করে। রবিবার সকাল ১১ টায় মামুন মৃধার সমাধিতে পুস্পস্থাপক অর্পন, আলোচনা সভা, দোয়া , মিলাদ ও মুনাজাতের আযোজন করা হয়।
এ সময় কাদের মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা আবদুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি, গলাচিপা উপজেলা চেয়ারম্যান সাহিন শাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কালাম, যুগ্ন-সাধারণ সম্পাদক বাবু গৌতম রায়, জাকির হোসেন ভুট্রো,উপজেলা যুবরীগের সন্বয়কারি আজিমুর রাইহান শাহিন, সিনিয়র সহ-সভাপতি রমিজ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান সবুজ, সম্পাদক হাসানসেরেনিয়াবাদ সহ উপজেলা ও ইউনিয়নের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামালায় নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজত কারা হয়।