ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

আগামী ২৪ আগস্ট থেকে স্কুল-কলেজ ২ দিন বন্ধ, অফিস ছুটি ৩টায়।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আগামী ২৪ আগস্ট বুধবার থেকে সরকারি-স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং স্কুল-কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ব্যাংকের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জ্বালানি সাশ্রয়ে অফিসের সময় কমিয়েছে সরকার। যা আগামী বুধবার থেকে কার্যকর হবে। তবে, শিক্ষা প্রতিষ্ঠানে কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।