বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আশ্রায়ন প্রকল্পের উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরন করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের নার্সচারী থেকে সরকারী এ চারা বিতরন করা হয়। প্রথম দিনে তিন শতাধিক উপকারভোগী চারা পেয়েছেন। এরপর পর্যায়ক্রমে বাকিদের মধ্যে চারা বিতরণ করা হবে।
চারা বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তাছলিমা আকতার, উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ তোরাপ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ৫হাজার চারা বরাদ্দ রয়েছে। এর মধ্যে উপজেলায় আশ্রায়ন প্রকল্পের উপকারভোগী রয়েছেন ৬৩৩। প্রত্যেককে ৫টি করে ফলজ চারা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকি চারা সরকারি জায়গায়, ফাঁকা রাস্তায় এবং আশ্রায়ন প্রকল্পের আশপাশে লাগানো হবে।
Print [1]