ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত নেতাকর্মী ও ২৪ আগস্ট নিহত মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় আল্লারদর্গা আওয়ামী লীগ পার্টি অফিসে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আমান উল্লাহ্ আমানের সভাপতিত্বে  এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ্, উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আসাদুজ্জামান চৌধুরী লোটন, হোগলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান লস্কর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা, রিফাইতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাঝহারুল ইসলাম পিকলু, সাবেক ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান স্বপন প্রমূখ।

অনষ্ঠান সঞ্চালনায় ছিলেন  আব্দুল্লাহ্ বিন জোহানী তুহিন  সাবেক যুগ্ম-আহ্বায়ক উপজেলা ছাত্রলীগ

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মামুন কবিরাজ।