ডেইলি নিউজ বাংলা ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারাতে ২৫ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ০৯ঃ৩০ ঘটিকার সময় “রিচার্জের বাপ নগদেই লাভ” স্লোগানে মোবাইল ব্যাংকিং নগদ আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ ২২ আগস্ট-২০২২ থেকে নতুন একটি রিচার্জ ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনটিতে নতুন এবং পুরাতন সকল নগদ গ্রাহকদের জন্যই রয়েছে রিচার্জে ক্যাশব্যাক পাওয়ার সুবিধা সহ ইন্টারনেট মেগাবাইট কেনার সুযোগ। মাত্র ১০ টাকা খরচে নগদ দিচ্ছে ১ জিবি ডাটা এবং ২০ টাকা মোবাইল রিচার্জে ১০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুবর্ণ সুযোগ।
নগদের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির জন্য কুষ্টিয়ার ভেড়ামারা ডিস্ট্রিবিউশন হাউজ মেসার্স আনিশা এন্টারপ্রাইজ এর অধীনে এই র্যালি করা হয়।
র্যালিতে অংশগ্রহন করেন নগদ এর টেরিটোরি অফিসার আবু মোঃ আব্দুল্লাহ, ডিস্ট্রিবিউশন ম্যানেজার রাকিবুল ইসলাম, এডমিন অফিসার মোঃ নূরে আলম সিদ্দিকী, ডিস্ট্রিবিউশন সেলস সুপারভাইজার মোঃ বাবুল আলী, মোঃ মেহেরাব হোসেন অভি, উদ্দ্যোক্তা মোঃ শাহীনুজ্জামান সহ আরোও অনেকে।
উক্ত র্যালিটি শহরের ফুড গোডাউন মোড় হতে শুরু হয়ে রেলস্টেশন, উপজেলার মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।