ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২ , আজকের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

দশমিনায় প্রস্তুতি মূলক সভা

মোঃবেল্লাল হোসেন 
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালী দশমিনা উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে বুধবার সকাল ৮ টায় ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও করিগরি গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি মূলক সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মহিউদ্দিন আল হেলাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন,  মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাওলানা নূরে আলম ছিদ্দিকি সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারিন্টেন্ডেন্ট ও সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা)  গন।
সভাপতি ও প্রধান অতিথি বলেন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়ার মান উন্নয়নে উপজেলা প্রশাসন সকল প্রকার সহয়তা করবেন বলে সভায় আস্বস্ত করেন।