বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে চান্দাখোলা ও নোয়াপাড়া বিলে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোছাঃ তাছলিমা আকতার। বুধবার (৩১ আগস্ট ) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সমন্বিত উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় প্রায় ৪লক্ষ টাকার সমমূল্যের ২হাজার ৫শত মিটার ৬০টি চায়না জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট প্রসিকিউশনে সাহায্য করেন উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তাছলিমা আকতার বলেন, মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা, নোয়াপাড়া বিলে প্রায় ৬০টি নিষিদ্ধ চায়নাজাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশীয় মৎস্য রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে আনসার ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Print [1]