বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএসর চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সালথা সদর বাজারে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তাছলিমা আকতার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা বুলেট বৈরাগী।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার বলেন, সালথা সদর বাজারে মোট ২টি স্থানে এই ওএমএসর চাল বিক্রি করা হচ্ছে। শুক্র, শনিবার সরকারি ছুটি ব্যতিত সপ্তাহে ৫দিন মাথাপিছু সর্বোচ্চ ৫কেজি হারে প্রতি কেজি টাকা দরে ওএমএর চাল বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাউল বিক্রি করা হবে। প্রতিদিন সর্বোচ্চ ২ টন চাউল বিক্রি করা হবে। এ ছাড়াও টিসিবির কার্ডধারীগণ অগ্রাধিকার ভিত্তিতে কার্ড প্রদর্শন পূর্বক মাসে ২ বার মোট ১০ কেজি চাল ক্রয় করতে পারবেন। খাদ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন মাস এই ওএমএসর চাল বিক্রি করা হবে।
Print [1]