ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

বোয়ালমারীতে বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরি থানায় অভিযোগ 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না গ্রামের মাঠ থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির দুই মাস পর আবারও ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটেছে।
চুরির ঘটনায় কৃষক ময়না গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন (৪০) থানায় বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) বিকেলে একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জাকির হোসেন সহ ৪ জন মিলে বিএডিসির সরবরহকৃত গভীর নল কূপের মাধ্যমে কৃষি জমিতে সেচ ব্যবস্থা পরিচালনা করে আসছে। গত দুই মাস আগে সেচ লাইনের ৩ টি ট্রান্সফারমার চুরি হয়ে যায়। ওই সময় চুরির ঘটনায়  তারা থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে বিএডিসির অফিসের মাধ্যমে বিদ্যুৎ অফিস থেকে পুনরায় ৩ টি ট্রান্সফারমার সেচ ব্যবস্থার জন্য লাগানো হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে চোরের দল ৩ টি ট্রান্সফারমার খুটি থেকে নামিয়ে দুইটি খুলে তার মধ্যে থেকে কয়েল নিয়ে যায় এবং অন্যটি ফেলে রেখে যায়।
বোয়ালমারী থানার এসআই মো. আবুল বাসার বলেন, ট্রান্সফারমারের কয়েল চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।