ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে নাইটগার্ডের পরামর্শে মাদরাসার দরজা ভাংচুরের অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভারদী গ্রামে অবস্থিত দাখিল মাদরাসার দরজা নাইটগার্ডের পরামর্শে ৮ম শ্রেণীর এক ছাত্র ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। ভাংচুরের ঘটনায়
শুক্রবার সকালে মাদরাসা মাঠে ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক শালিসের ব্যবস্থা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ছাত্র রাজিব শেখ নাইটগার্ড আজিজুর রহমানের বিরুদ্ধে মাদরাসা কর্তৃপক্ষের কাছে
লিখিত ভাবে জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ইন্টার স্কুল ফুটবল খেলায় অংশ
নেয় ওই মাদরাসাটির ছাত্ররা। খেলার মাঠে সমস্যা সৃষ্টি হলে ওই মাদরাসার সকল ছাত্র খেলা ত্যাগ করে চলে আসে। মাদরাসায় আসলে ওই প্রতিষ্ঠানের নাইটগার্ড ভারদী গ্রামের বাসিন্দা আজিজুর রহমান (৫০) ওই ছাত্রদের বলে স্যারদের জন্য এই সমস্যা সৃষ্টি হয়েছে। তোমরা মাদরাসার দরজা ভেঙ্গে ফেলো। তার এই পরমর্শের কারনে ৮ম শ্রেণীর ছাত্র রাজিব শেখ শ্রেণী কক্ষের দুটি
দরজা ভেঙ্গে ফেলে। অভিযুক্ত নাইটগার্ড আজিজুর রহমান বলেন, বৃহস্পতিবার ফরিদপুর ছিলাম।
বিকেলে বাড়িতে এসেছি। দরজা ভাঙ্গার সাথে আমি জড়িত না। মাদরাসার সুপার মো. ইলিয়াস মোল্যা, বলেন, মাদরাসার ছাত্র রাজিব শেখ জানায় সে নাইটগার্ডের কথায় মাদরাসার দুইটি দরজা ভাংচুর করেছে। মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে মাদরাসার নাইটগার্ড পরামর্শ দিয়ে রাজিব নামের এক ছাত্রকে দিয়ে বৃহস্পতিবার বিকেলে শ্রেণী কক্ষের দুটি দরজা ভেঙ্গে ফেলেছে। শুক্রবার সকালে ম্যানেজিং কমিটির কয়েকেজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি শোনামেলা করা হয়েছে। এ ছাড়া রাজিব লিখিত ভাবে জানিয়েছে। পরবর্তীতে ম্যানেজিং কমিটির সভা ডেকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।