ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

বোয়ালমারীতে ইয়াবা বেঁচা কেনা করার সময় ১৫০ পিস ইয়াবাসহ আটক ২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রাম থেকে ১৫০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারীকে আটক করে ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃতদের নামে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ হোসেন বাদি হয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) মামলা করেছেন। মামলা নম্বর ১৪। আটককৃতরা হলো কদমী গ্রামের আবুল হোসেন মোল্যার ছেলে মো. রিয়াজ মোল্যা (২২) ও কুমরাইল গ্রামের নুরুজ্জামানের ছেলে চয়ন (২০)।
তদন্ত কেন্দ্রের এসআই মো. কবির হোসেন জানান, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কদমী ব্রীজের নিকট রাস্তার উপর রিয়াজ ও চয়ন ইয়াবা বেঁচা কেনা করতেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করি। আটকের পর তাদের পরনের প্যান্টের পকেট থেকে ১৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করি। আটককৃতদের সোমবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন, রিয়াজ ও চয়ন দীর্ঘদিন ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে।