মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলার বেগম আরেফাতুন্নেছা বালিকা ও বেতাগী সিকদারিয়া মাধ্যামিক বিদ্যালয় ৪৯ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায় হ্যান্ডবল ও ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়।
গত মঙ্গলবার সকাল ১১ টায় পটুয়াখালী এ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয় দল পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, খেপুপাড়া, বাউফল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কাবাডি খেলায় রানার্সআপ এবং সাতারে চ্যাম্পিয়ন হয়। আপর দিকে একই মাঠে বিকেল ৪ টায় উপজেলার বেতাগী সিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল(ছাত্রী) খেলায় চ্যাম্পিয়ন হয়।
জেলা পর্যায় চ্যাম্পিয়ন হওয়ায় বুধবার সকালে বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের হ্যান্ডবল,কাবাডি দল সহ সাধারন শিক্ষার্থীরা আনন্দ ও বিজয় র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় মাঠে শেষ করে। এ বিজয়ে উভয় বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাধভাঙ্গা আনন্দ বহমান।
প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান বলেন উপজেলা বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব বিদ্যালয়ের নয় উপজেলার সকলের। বিদ্যালয়ের ক্রীড়ার মানউন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
বেতাগি সিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক বলেন, বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বাধভাঙ্গা আনন্দ।বিদ্যালয়ের ক্রীড়ার মানউন্নয়নে সকল প্রকার প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হবে। বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখাযায়।
স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি জানা আমি আনন্দিত দশমিনা উপজেলার নারী ফুটবল ও কাবাডি দল পটুয়াখালী জেলায় চ্যাম্পিয়ন হয়েছে। বিদয়ালয়ের শিক্ষক শিক্ষিকাদের ও ছাত্রীদের দশমিনা বাসির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উপজেলায় নারীদের ক্রীড়ার মানউন্নয়নে সহযোগিতা থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন উপজেলার ছত্রীদের মাঝে যে আনন্দ ও উৎসাহ দেখা যায় সত্যিবিরল। পটুয়াখালী জেলায় দশশমিনা উপজেলা হয়ে বেতাগী সিকদারিয়া ও বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয় ছাত্রী দল ফুটবল ও হ্যান্ড বল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এ অর্জন দশমিনা উপজেলার জন্য আনন্দের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন দুই দলকে। ছাত্রীদের ক্রীড়ার মানউন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়ার সকল প্রকার উপকরন সরবরাহ করা হবে।
Print [1]