ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

ইচ্ছে- গোলাম সরওয়ার

ইচ্ছে আমার পাগলি মায়ের সন্তান হয়ে জনম নিবার
বেড়েওটার নাটাই ধরে ঘুরে বেড়ার।

খুব সকালে ঠান্ডা জলে পা চুবাবার
চৈত্র মাসে বান্দুড়িদের জট ছুটাবার।

বাবলা গাছে আঠার খোঁজে হন্নে হবার
ভাদর মাসে গোমট গাদার পরশ নেবার।

ঐ দাউসে কাপড় খুলে লম্ফ দেয়ার
মরা সাঁতার মদন জলের কমল হবার।

টনিক ফেলে ক্ষনিক আমায় নে না তুলে
যেখানটাতে সব হারানোর বেদন ভুলে।