ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মেশিন ধ্বংস 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ  ফরিদপুরের সালথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ তাছলিমা আকতার ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া এলাকায় কুমার নদীতে অভিযান চালিয়ে প্রায় ২শত ফিট পাইপ ভেঙে ধ্বংস করেন। এসময় দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তাছলিমা আকতার এ তথ্যটি নিশ্চিত করে বলেন, অনেক দিন ধরে কুমার নদে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল আজগর নামে এক ড্রেজার ব্যবসায়ী এমন এক গোপন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ড্রেজার মেশিন পানিতে ফেলে ধ্বংস করা হয়েছে। আগামীতেও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে