হেলাল মজুমদার ভেড়ামারা ভেড়ামারায় নকল ব্যান্ড রোল যুক্ত ৫০ হাজার শলাকা নকল স্পেশাল সাহেব বিড়ি ও ৫০ হাজার নকল আকিজ বিড়ি আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ উপজেলার বাহাদুরপুরে অভিযান চালিয়ে ৫০ হাজার শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত স্পেশাল সাহেব বিড়ি আটক করেছে। যার প্রোপাইটার আশিকুজ্জামান আশিক, এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ভেড়ামারা থানায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর -১২ তারিখ ১৫/ ৯/22 উল্লেখ্য গত কয়েকদিন আগে ভেড়ামারা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাহাদুরপুর থেকে নকল ব্যান্ডরোল যুক্ত নকল স্পেশাল সাহেব বিড়ি আটক করে। এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ভেড়ামারা থানায় মামলা হয়েছিল। অপরদিকে একই রাতে নকল বেন্ডরোল যুক্ত ৫০ হাজার শলাকা নকল আকিজ বিড়ি আটক করেছে।নকল আকিজ বিড়ি বানানোর অপরাধে আলমগীর হোসেন নামে একজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। মামলা নং-১৩
ডেইলী নিউজ বাংলা ডেস্ক
,
আপলোডের সময় :
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ,
আজকের সময় :
শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
ভেড়ামারায় নকল বিডি আটক
Print [1]