ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

দেবাশ্রয়ী-গোলাম সরওয়ার

চারেদিকে বাজছিলো কথন বাজনা
ঝুঁকিল মাথা গুলি বুলি ছিলো হাঁ হাঁ হাঁ
এ দেখি সাক্ষাত দেবতা।
মুখে বোল বুকে ছল ঝরিছে সে বচন
বুঝে না তা সার নাকি খরিপের উচাটন
পাঠেতে সে পড়েছিলো গুরুজনে নত হও
তাইতো বসে শুনে দেব জপে যতক্ষন।
রক্তের হীম চোট কেটে যায় কাঁপনে
স্বর থেমে গেলে পরে ফিরি নিজ ভুবনে।
এভাবেই চলছে স্ববিধান রচনা
বসে আছে সমুখে শ্রোতা আর জনতা।
রংচটা বৃদ্ধটা থেমে গেছে ধমকে
চুলছাটা ছোকরা টা বাহাদুর আহারে।
দেবদ্বার প্রাসারিত বুক যার চিতানো
কাছে কেউ আসে নাকি উঁকি মারে কখনো
দেব গেছে ছোট ঘরে এঁটে জটা ছোটাতে
বসে আছে আশ্রিত যদি পড়ি নজরে।