ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বোয়ালমারীতে গভীর রাতে কলা বাগান থেকে ৫ জুয়াড়ী আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের একটি কলা বাগান থেকে শনিবার গভীর রাতে তাস দিয়ে জুয়া খেলার সময় ৫ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে নগদ ১৭শ’ টাকা, ৮০ পিস পুরাতন তাস ও নতুন দুই বান্ডিল তাস জব্দ করা হয়। জুয়াড়ুদের নামে এসআই মনিরুজ্জামান বাদি হয়ে (প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩/৪ ধারায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, শনিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে পোয়াইল গ্রামের আজিবর মোল্যার কলা বাগানে তাস দিয়ে জুয়া খেলছিল পোয়াইল গ্রামের মো. টিটো ফকির (৩৮), লিটন মোল্যা (৩৫), জাহিদ মাতুব্বর (৩৫), বক্কার মোল্যা (৫৫), আসাদ শেখ (৩৬)। পুলিশ খবর পেয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করে।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, শনিবার গভীর রাতে পোয়াইল গ্রামের একটি কলা বাগান থেকে জুয়া খেলার সময় ৫ জুয়াড়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে জুয়া আইনে মামলা হয়েছে। শনিবার আসামিদের ফরিদপুর আলাদালতে প্রেরন করা হয়েছে।