ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বাহাউদ্দিন নাছিমের করোনামুক্তির জন্য কৃষক লীগের দোয়া

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমের করোনামুক্তির জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ কৃষক লীগ।

আজ ১৭ সেপ্টেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও কৃষকরত্ন শেখ হাসিনার একজন বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে বাহাউদ্দিন নাছিমের আশু রোগমুক্তি দরকার।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা। ১৯৭৫ পরবর্তী ছাত্র-রাজনীতি বলিষ্ঠ ভূমিকা পালন করে, সামরিক শাসন বিরোধী আন্দোলন সংগ্রাম, ৯০’এর গণ অভ্যূত্থান তথা কথিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয় রাজনীতিতে বিশেষ অবদান রেখে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা’র আস্থা অর্জন করেন।

কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী ও ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কচি সহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী করোনা আক্রান্ত হয়েছেন এসময় তাদের সকলের আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আকবর আলী চৌধুরী, কৃষিবিদ নজরুল ইসলাম, আলহাজ্ব নাজির মিয়া, কৃষিবিদ শাখাওয়াত হোসেন সু্ইট, আবুল হোসেন, এ্যাড. গাজী জসিম উদ্দিন, একেএম আজম খান, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, নূরে আলম সিদ্দিকী হক, মোঃ রেজাউল করিম রেজা, শওকত হোসেন সানু, মোশারফ হোসেন আলমগীর, আলহাজ্ব মাকসুদুল ইসলাম, আবদুস সালাম বাবু, আঃ রব খান, মোঃ হালিম খান, আমজাদ হোসেন, মোঃ শফিকুল আলম মিন্টু, খোরশেদ আলম মোমেন, প্রমূখ।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন পীর ইয়ামিনী জামে মসজিদের ইমাম ও খতিব, আলহাজ্ব এমদাদুল ইসলাম।