ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

আশিকুর রহমান রনি
ব্রাহ্মণবাড়িয়া ( আশুগঞ্জ ) প্রতিনিধ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অর্ধশতাধিকমানুষ আহত হয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নবীনগরের বড়াইল ও আশুগঞ্জের লালপুর, শরিফপুর ও দক্ষিন তারুয়ার কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে প্রায়ই৩০ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের
নাম জানা যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর হক বলেন, হাসপাতালে যারাচিকিৎসা নিতে এসেছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বেশ কয়েকজন গুরুত্বর ভাবেআহত হয়েছে। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখেছি। হাসপাতালে পর্যাপ্ত পরিমানভ্যাকসিন সাপ্লাই আছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান,হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা আছে। আহতদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।